কায়সার হামিদ মানিক,উখিয়া:
অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের বস্তিতে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গা। সামনে শুষ্ক মৌসুমে ছোটখাটো অগ্নিকাণ্ডেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিপর্যয় এড়াতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থাপন করা হলেও ক্যাম্পের বিভিন্ন অংশে পর্যাপ্ত সড়ক ব্যবস্থাপনা না থাকায় চিন্তিত ফায়ার সার্ভিসও। তবে, অগ্নি দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন।
রোহিঙ্গাদের ছোট ছোট ঝুপড়ি ঘরে জ্বলছে চুলা। এক হাত প্রস্থের তাবুতেই সারতে হচ্ছে তাদের থাকা খাওয়াসহ রান্না-বান্নার সকল কাজ। কক্সবাজারের উখিয়ার বালুখালি ও কুতুপাংল আশ্রয় কেন্দ্রের প্রায় সব বসতির চিত্র একই ধরনের। ছোট তাবুতে রান্নার কাজ করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা। এতে আতঙ্কিত বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।
আশ্রয় শিবিরে বিভিন্ন দুর্ঘটনা এড়াতে অস্থায়ী ক্যাম্প বসানোর পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালানো হচ্ছে বিভিন্ন ধরণের প্রচারণা। তারপরও ক্যাম্পগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় রোহিঙ্গারা অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মানিকুজ্জামান।
তবে ক্যাম্প এলাকায় ফায়ার সার্ভিস কর্মী বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ রাস্তা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান।
প্রশাসনের দেয়া তথ্যমতে, প্রায় ৩ হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত আশ্রয় শিবিরের প্রায় ১ লাখেরর উপরে তাবুতে বসবাস করছে ৬ লাখের বেশি রোহিঙ্গা।