চকরিয়া অফিস :

চকরিয়া উপজেলার মাসিক আইনশৃংখলা সভা গতকাল ১৩নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়ত মোহনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ নোমান শিবলীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম বিএ(অনার্স)এমএ। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি, ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো: আতিক উল্লাহ, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম বাবলা, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মনজুর, চকরিয়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি (অপারেশন অফিসার) তানভীর আহমদ, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল মজিদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে আজিমুল হক আজিম (সুরাজপুর-মানিকপুর), আলহাজ¦ জসিম উদ্দিন (চিরিংগা ইউপি), মাওলানা আবদুর রহমান (খুটাখালী), মিরানুল ইসলাম মিরান (হারবাং), এসএম জাহাঙ্গীর আলম (বিএমচর), আনোয়ারুল আরিফ দুলাল (পূর্ববড়ভেওলা), গোলাম মোস্তফা কাইছার (লক্ষ্যারচর), শওকত ওসমান (কাকারা), নুরুল আলম জিকু (ঢেমুশিয়া), খাইরুল বশর (বদরখালী), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, চকরিয়া সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালাহ উদ্দিন, চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএএম এনামুল হক, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক, নলবিলা বিট কর্মকর্তা আকরাম আলী খান, কৈয়ারবিলের প্যানেল চেয়ারম্যান এনামুল হক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও উপজেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিথ ছিলেন। সভায় চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ পয়েন্ট ভিত্তিক বিভিন্ন বিষয় উত্থাপন করলে উপজেলা পরিষদে সিদ্ধান্ত নেওয়া হয়; বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে প্রশাসন সর্বদা তৎপর থাকবে এবং সামাজিকভাবে জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেবন। যানজট নিরসন কল্পে মহাসড়কের দু’পাশ থেকে ভাসমান দোকান উচ্ছেধ এবং অবৈধ গাড়ী পার্কিং বন্ধ ও কাউন্টার উচ্ছেধ করা হবে। জনপ্রতিনিধি ও রাজনীতিবীদদের নিয়ে মিথ্যাচারকারী ভূয়া পেইক আইডি’র তথ্য সংগ্রহে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও চলমান এসএসসি এবং দাখিল পরীক্ষায় ফরম ফিলাপে সরকারী নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি: আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে জরুরী ভিত্তিতেক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সভায় চিংড়ি জোনে ডাকাতি নির্মূল বিষয়ে উত্থাপন করা হলে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, চিংড়ি জোনে ডাকাতি সমূলে ধ্বংস করা সম্ভব। যারা ডাকাতি-দস্যুতায় জড়িত তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় আনতে চাইলে উপজেলা চেয়ারম্যান জাফর আলমকে উদ্যোগ নিতে হবে। তিনি চাইলে চিংড়ি জোনে কোন ডাকাত-সন্ত্রাসীদের স্থান হবেনা। প্রয়োজনে তিনি (এমপি)সহ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।##