এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
ককসবাজার -চট্রগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা গুচ্চগ্রাম পয়েন্টে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষে নিহত হওয়া ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর মেধাবী ছাত্র এবং কলেজের পূর্বপাশ এলাকার মাংস ব্যবসায়ী সাব্বির আহমদ (ধলু)র পূত্র শফিকুল ইসলামের নামাজে যানাজা ১৩ নভেম্বর সকাল দশটায় তার প্রিয় শিক্ষাঙ্গন ফরিদ আহমদ কলেজ মাঠে অনুষ্টিত হয়।
শফিকের যানাজায় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সহপাঠী, আত্নীয় স্বজনসহ বিপুল সংখ্যক শোর্কাত মানুষের ঢল নামে।
সদর রামু আসনের মাননীয় সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সদর আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ঈদগাঁও আওয়ামীলীগ সাধারন সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি,জালালাবাদ সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম, জেলা যুবদল সদস্য আলমগীর তাজ জনি, ঈদগাঁও রিপোটার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর,সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ,সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ উদ্দিন রাশেল, সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, আবদুল্লাহসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
যানাজা পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্যে মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরাসহ আস্তে ধীরে যানবাহন চালানোর প্রতি আহবান জানান।
প্রিয় কলেজের মাঠে সহপাঠীরা মরহুম শফিককে শেষবারের মত একনজর দেখার জন্য কলেজ ক্যাম্পাসে ভীড় জমাতে দেখা যায়। এ সময় অনেকে তাদের বন্ধুকে হারিয়ে শোকে বাকরুদ্ব হয়ে পড়ে। ১২ নভেম্বর সড়ক দূর্ঘটনার দিন বাদে মাগরিব তিনজনের মধ্য অপর দুই জনের যানাজাও সম্পন্ন হয়। ঈদগাঁও বাজারের কম্পিউটার দোকানদার হাসান প্রকাশ আবিদের যানাজা পূর্ব পালাকাটা জামে মসজিদ মাঠে আর কলেজ শিক্ষার্থী মহিউদ্দিনের যানাজা পূর্ব ইছাখালী চোরম্বামুরা যানাজা মাঠে পৃথক পৃথক ভাবে অনুষ্টিত হয়। তাদের যানাজায়ও বিপুল লোকজনের উপস্থিতি ঘটে। দুই কলেজ শিক্ষার্থী সহ তিনজন মর্মান্তিকভাবে নিহতের ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়ে ঈদগাঁওবাসী। বোন হারিয়ে ভাই, শিক্ষক হারিয়েছে ছাত্র, পিতা হারিয়েছে আদরের পূত্র, বন্ধুরা হারিয়েছে প্রিয় বন্ধুকে। শোক পাথরে চাপাকান্নায় ঈদগাঁও এলাকার পরিবেশ বাতাস ভারী হয়ে উঠছে। সর্বত্রই শোক ব্যানারে ছেয়ে গেছে।