সিবিএন:
কক্সবাজার সদরের ইসলামপুর নতুন অফিস এসিএফ পাহাড় এলাকার বাসিন্দা ও বাজারের ভাই ভাই বরফ মিলের মালিক আলহাজ্ব কবির আহমদ সওদাগর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৬ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ট্রোক আক্রান্ত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদে আসর স্থানীয় কৈলাশঘোনা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর ২ স্ত্রী, ৮ মেয়ে ও ৩ ছেলে সন্তান ছিল।
আলহাজ্ব কবির আহমদ সওদাগরের বড় ছেলে নুরুল আজিম চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের ইংরেজি শিক্ষক। মেঝ ছেলে নুরুল হাকিম মেরিন অফিসার।
এদিকে এলাকার প্রবীন ব্যবসায়ী আলহাজ্ব কবির আহমদ সওদাগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মরহুমের নাতি, ইসলামপুর নতুন অফিস এলাকার বাসিন্দা ও কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আলহাজ্ব কবির আহমদ সওদাগর বৃহত্তর ঈদগাঁওতে সর্বপ্রথম বরফমিল স্থাপন করেন। নতুন অফিস ও ঈদগাঁও বাজারে তাঁর দুইটি বরফ মিল রয়েছে।