আবদুল মজিদ, চকরিয়া :

চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী পৌর শহরের একমাত্র নারী শিক্ষার দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া উম্মাহাতুল মো’মেনীন মহিলা দাখিল মাদরাসার নতুন একাডেমীক ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৯ নভেম্বর সকাল সাড়ে ১০ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ফলক উন্মোচন করেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ।

মাদরাসা ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আলম কমিশনার এর সভাপতিত্বে ও মাদরাসার সুপার মাওলানা আবুল হোছাইন আনসারীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, চকরিয়া বিউবো’র আবাসিক প্রকৌশলী মো. ফয়জুল আলিম আলো, উপস্থিত ছিলেন মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য ওসমান গনি, প্রবাসী নাজেম উদ্দিন, মাদরাসার সহসুপার মনির উদ্দিন, শিক্ষক যথাক্রমে হাফেজ মো. এনামুল হক, আজিজুল হক, কফিল উদ্দিন বিএসসি, জয়নাল আবদীন, মো: ইলিয়াছ, ইবি প্রধান মো: ফেরদৌস, কফিল উদ্দিন, ক্বারী আবুল হোছাইনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাজী মো: ইলিয়াছ এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও উন্নয়ন বান্ধন সরকার। তাই দল-মত নির্বিশেষে সর্বদিক দিয়ে উন্নয়ন করে যাচ্ছেন। এর ফলশ্রুতিতে অত্র মাদরাসায় দ্রুত সময়ে ভবন নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। একইভাবে দ্বিতীয় তলার কাজও সম্পন্ন করা হবে বলে আশ^স্থ করেন। তিনি বলেন, এই অঞ্চলে ধর্মীয় ও আধুনিক নারী শিক্ষাকে এগিয়ে নিতে চকরিয়া উম্মাহাতুল মো’মেনীন মহিলা দাখিল মাদরাসা অগ্রণি ভূমিকা পালন করে যাচ্ছে। এই মাদরাসায় প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত রয়েছে। এই মাদরাসার সাথে আমার এলাকা তথা আমার আত্মার সম্পর্ক। আমার অগ্রগতি-কিংবা উন্নতি এই মাদরাসা দিয়েই শুরু। তাই তিনি মাদরাসার অবশিষ্ট উন্নয়ন কাজ এগিয়ে নিতে তার পাশাপাশি উপজেলা পরিষদ-প্রশাসন ও পৌরসভার মেয়র কে আহবান জানান।