খালেদ হোসেন টাপু, রামু:

রামু উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিসহ বিবিধ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। একই সাথে সারাদেশের মত রামু উপজেলায়ও উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করে তা একের পর এক বাস্তবায়ন করে চলেছে। তাই সরকারের ভিশন ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সেবা, জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, সকল দপ্তরে কার্যক্রমের গতিশীলতা বাড়াতে হবে, মানুষ যাতে সেবা পায় সে লক্ষ্যে সবাইকে আন্তরিক হতে হবে। এতে করে সরকারের সুনাম বৃদ্ধি পাবে। তবেই আমরা সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের কাঙখিত লক্ষ্যে পৌঁছাতে পারব। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলি।

এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. জাকের হাসান, কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, খুনিয়াপালং চেয়ারম্যান আবদুল মাবুদ, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, রশিদনগর চেয়ারম্যান শাহ আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রূপেণ চাকমা, রামু উপজেলা শিক্ষা অফিসার শিরিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল রহমান, রামু আবাসিক প্রকৌশলী মাহাবুবুল আলম, সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, নগর উন্নয়ন অধিদপ্তরের প্র. ব্যবস্থাপক শফিকুল ইসলাম খান, ভূগোলবিদ মো. মোখলেছুর রহমান, টিমলিডার ড. মো. মাকসুদুর রহমান, সার্ভেয়ার মো. আব্দুল হাকিম, নগর পরিকল্পনাকারী মো. কাউছার উদ্দিন, রাবার বাগান ব্যবস্থাপক মো. ওয়াহেদুল ইসলাম, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মো. আজিজুল হক, মরিচ্যা চেক পোস্টের নায়েক হাবিলদার মাহবুব আলম, বাঘখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, ফরেস্টার মো. সাইফুল ইসলাম, রাজারকুল রেঞ্জ কর্মকর্তা দলিলুর রহমান, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া (বুলু), পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মন্নান, নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ, সহকারী প্রকৌশলী আবুছদ্দিন ও উপ-আলাউদ্দিন খান, রামু প্রেস ক্লাবের প্রতিনিধি সাংবাদিক খালেদ হোসেন টাপু প্রমুখ।