প্রেস বিজ্ঞপ্তি :

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন “সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১’ এর কক্সবাজার জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেজর (অবঃ) শেখ দলিল উদ্দিন আহমদ এর প্রেরিত কার্যক্রমের অনুমোদন পত্র জেলা নেতৃবৃন্দ বরাবরে হস্তান্তর করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদিত কমিটিতে জেলা কার্যনির্বাহী কমিটির মোট ২৫ জন এবং নির্বাহী কমিটির সদস্য ১৫ জন। সর্বমোট জেলা কমিটির ৪০ জনকে নিয়ে এ কমিটি যাত্রা শুরু করলো। সংগঠনের সভাপতি হলেন, মুক্তিযোদ্ধা মোঃ আলী (সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার), সহ-সভাপতি যথাক্রমে- আলহাজ্ব অধ্যক্ষ ফজলুল করিম, ইফতেখার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা এ.এক.এম মনসুরউল হক। সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক শিক্ষক মশরুর-উজ-জামান, মোঃ সুলতান মাহমুদ। সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক প্রবাল চক্রবর্তী, কোষাধ্যক্ষ শামসুল আলম, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম মোঃ রাশেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাকী-এ-কাউসার, যুব বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর, গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক উজ্জ্বল কান্তি দেব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী সনজিত ধর সনজু, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মোঃ হাসেম ও মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা আক্তার মার্টিন। সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর জেলা কমিটির কর্মকর্তারা প্রগতিশীল আন্দোলন গতিশীল করার লক্ষ্যে সকল অসাম্প্রদায়িক চেতনার সংগঠন ও ব্যক্তিদের সর্বাত্মক সহযোগিতা কামনা এবং সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।