সংবাদ বিজ্ঞপ্তি
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। ৮ নভেম্বর কুতুবদিয়ার হাফেজদের এক সভায় কমিটি ঘোষিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ ইউনুছ ফরাজি। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক স¤পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহীদ।
সভাশেষে তারা নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষনা করেন। নেতৃবৃন্দ হলেন- সভাপতি হাফেজ মাওলানা ছানাউল্লাহ, সহ-সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা বাহাউদ্দীন, হাফেজ মাওলানা বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোরশেদ, সহ-সাধারণ স¤পাদক হাফেজ মাওলানা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ছলিম উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হারুনুর রশিদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দীন, সহকারী প্রচার সম্পাদক হাফেজ মাওলানা শফিউল আলম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আমানতুল্লাহ, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা নুরুল্লাহ ও শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা দিদারুল আলম প্রমুখ।
হুফফাজের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ ইউনুছ ফরাজি জানান, শুদ্ধ কুরআন তিলাওয়াতের চর্চা কক্সবাজার জেলার প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে গত ১৭ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সসবাজার জেলা শাখার (২০১৭-১৯) সেশনের নতুন কমিটি গঠন হয়। এরপর হতে কমিটির সদস্যগণ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে সফর শুরু করেন। তাঁদের এই সফরে দীপাঞ্চলে দীর্ঘদিন ধরে কুরআনের খেদমত করে আসা হাফেজ, আলেমদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা পরিলক্ষিত হয়।
তিনি জানান, কুরআন-হাদীসে বর্ণিত ঐশী বাণীর আমল থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে। পরকালে মুক্তির জন্য কুরআনের শিক্ষার বিকল্প নেই। কুরআনী সমাজ প্রতিষ্ঠা হলে সকল অনাচার দূর হবে। পাওয়া যাবে অকৃত্রিম সুখ। তিনি আগামী ৪ জানুয়ারি দরবার হিফজখানায় কুতুবদিয়া উপজেলা হিফজুল কুরআন প্রতিযোগিতার ঘোষণা দেন।
উল্লেখ্য, কক্সবাজার জেলা ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা আগামী ২৫ জানুয়ারী।