এম আবুহেনা সাগর,,ঈদগাঁও :

সদরের ঈদগাঁওতে বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী বলেন – পাহাড়ের গাছগুলো সঠিক ভাবে রক্ষা করতে হবে, পরির্চচা করতে হবে, দেখভাল করতে হবে। বাগান যেন সুন্দর ভাবেই বেড়ে উঠতে পারে। একজন উপকারভোগীর মৃত্যুর পরও যেন পরর্বতী সময়ে তার ছেলে/মেয়ে, নাতী নাতনী ভোগ করতে পারে সে ভাবে সরকারি সম্পদ বনকে যত্ন করতে হবে। সবাইকে বন সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। তিনি ৮ নভেম্বর সকালে ভোমরিয়াঘোনাস্থ ঈদগাঁও রেন্জের সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরন অনুষ্টানে এসব কথা বলেন। ককসবাজার উক্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদের সভাপতিত্বে ও ঈদগড় রেন্জের রেন্জ কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির। বক্তব্য রাখেন – ঈদগাঁও ইউপি চেয়ারম্যান হাজী ছৈয়দ আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন – ঈদগাঁও রেন্জের রেন্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপকারভোগীদের পক্ষে বক্তব্য রাখেন – আমিন আবদুল্লাহ আজিজ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন -ককসবাজার সদরের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন, দক্ষিনের বন সংরক্ষক আবদুল হাই আজাদ, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ সহ বিভিন্ন রেন্জের বনবিটের আওতাধীন বিপুল সংখ্যক উপকারভোগীবৃন্দ। উল্লেখ্য যে, দ্বিতীয় বারের মত ৭২জনকে ১৭লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরন করা হয় বলে জানান মাজাহার।