এম.মনছুর আলম, চকরিয়া:

চট্রগ্রাম -কক্সবাজারের চকরিয়াস্থ মহাসড়কে চাঁদাবাজি করার সময় পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের এক সদস্যকর গ্রেপ্তার করেছে ।৭নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চকরিয়াস্থ মহাসড়কের বরইতলী রাস্তার মাথায় চাঁদাবাজি করার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মো.গিয়াস উদ্দিন (৩৮) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময়  অপরাপর ৪ চাঁদাবাজ সদস্য পালিয়ে যায়।ধৃত চাঁদাবাজ মো.গিয়াস উদ্দিন চকরিয়ার সীমান্ত উপজেলা লামার ফাইতং ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মো.হানিফ প্রকাশ কালুর পুত্র বলে জানাগেছে।

অভিযানে যাওয়া চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো.আবদুল খালেক জানান,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ বরইতলী নতুন রাস্তার মাথায় ষ্টেশন এলাকায় একদল দুবৃর্ত্ত চাঁদাবাজ পণ্য বোঝাইকৃত ট্রাক-পিকআপ থেকে চাঁদাবাজি করার গোপন সংবাদ পেয়ে চকরিয়া থানার (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চাঁদাবাজ চত্রের সদস্য মো.গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে মহাসড়ক থেকে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।যারা মহাসড়কে চাঁদাবাজিতে লিপ্ত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।ধৃত চাঁদাবাজ ব্যাক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে তিনি জানান।