এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়াস্থ মাতামুহুরী সাংগঠনিক উপজেলার আওতাধীন জাতীয় পার্টি পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গতকাল ৬নভেম্ববর বিকাল ৩টায় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নেরর দরবেশকাটা ষ্টেশন সংলগ্ন এলাকায় সম্পন্ন হয়েছে। ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্টিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ইকবাল হোসেন রাজু।তিনি বলেন,জাতীয় পার্টির হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হলেই তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুদৃঢ ও শক্তিশালী করে জাতীয় পার্টির ঘাটিতে পরিণত করতে হবে।এরশাদের শাসনামলে প্রতিটি গ্রামে-গঞ্জে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছিল তা এ দেশের সাধারণ মানুষ আজো উপলব্ধী করছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের কথা চিন্তা করে দলের চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মো.এরশাদ এ জাতীয় পার্টি প্রতিষ্টা করেছিল।অবহেলিত জনপদের উন্নয়ন চাইলে জাতীয় পার্টি ছাড়া কোন বিকল্প নাই।চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনটি পল্লী বন্ধু এরশাদ ও বেগম রওশন এরশাদকে উপহার দিতে হলে তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে পাড়া-মহল্লায় কাজ চালিয়ে যেতে হবে বলে তিনি জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সভাপতি হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ এমপি।তিনি বক্তব্যে বলেন,এরশাদের শাসনামল ছিল এদেশের ৬৮হাজার গ্রাম বাংলার দরিদ্র মানুষের জন্য স্বর্ণের যুগ।তার উন্নয়ন কর্মকান্ড দেখে এখনো পল্লীবন্ধু কথা স্মরণ করে গ্রামের দরিদ্র সাধারণ মানুষ লাঙ্গল প্রতিক ভোট দিয়ে ক্ষমতার আসনে অধিষ্টিত করতে চাই।চকরিয়া-পেকুয়া মানুষ তাদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে দেশের আপামোর জনতা এখন দলে দলে যোগদান করছে জাতীয় পার্টিতে।
উন্নয়নের মাধ্যমে অবহেলিত চকরিয়া-পেকুয়াকে দারিদ্রতা ও বন্যা মুক্ত করে একটি স্বয়ং সম্পূর্ণ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে জাতীয় পার্টির তৃণমূলের প্রতিটি কর্মীকে এরশাদের লাঙ্গলের গণজোয়ার সৃষ্টির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে চকরিয়া-পেকুয়ার আসনটি পল্লীবন্ধু এরশাদ ও বেগম রওশন এরশাদকে উপহার দিতে হবে।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু,সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা জাতীয় পার্টির সহসভাপতি মোশারফ হোসেন দুলাল,জেলা পরিষদের প্যানেল চেয়রম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আসমাউল হোসনা, জেলা পরিষদের সদস্যা নারী নেত্রী রেহেনা খানম রাহু, সহ সাধারণ সম্পাদক এম.দিদারুল করিম, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার,পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় পার্টির সদস্য বাবু অংকেছিং মার্মা,মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কক্সবাজার জেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম, মাতামহুরী যুব সংহতির সভাপতি হাফেজ মো.ইকবাল, চকরিয়া উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ শোয়াইব রোবেল, চকরিয়া উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি জোসনা আকতার, পেকুয়া উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি আমাতুর রহিম হিরা ও মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি হুমায়রা বেগম প্রমূখ।দ্বি-বার্ষিক সম্মেলন শেষে পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষনা করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ এমপি।কমিটিতে সাইফুল ইসলাম কে সভাপতি ও নুরুল আবছারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।