জিয়াউল হক জিয়া, চকরিয়া :

চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারের দুর্গন্ধ যুক্ত ময়লা আবর্জনা ও ভরাট হওয়া ড্রেইনের দৃশ্য দেখতে এসে বাজারের প্রতিটি অলিগলি পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর উদ্দীন মোঃ শিবলী নোমান।  ৬ই নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

পরিদর্শনকালীন তিনি বলেন,   মালুমঘাট বাজারটি আপনাদেরই হাটবাজার, এ বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে আন্তরিক হতে হবে।  কেবল বাজার কমিটির একক প্রচেষ্টায়  পরিচ্ছন্ন রাখতে পারবেনা। তাছাড়া হাইওয়ে সড়কের উপরে কিংবা পাশে ময়লা রাখা আইনত অপরাধ। তাই এসব ময়লা তড়িৎ সময়ে অপসারণ করার নির্দেশ দেন। পাশাপাশি হাইওয়ে সড়কের দুই পাশে কোন ঝুপড়ি দোকানপাট  না করার  তাগিদ দেন।

 বাজারের ড্রেইন সংস্কারে  সাধ্যমত  বরাদ্ধ দিয়ে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন এ নির্বাহী কর্মকর্তা।  নির্বাহী কর্মকর্তা বাজার পরিদর্শনকালীন সময়ে সঙ্গে ছিলেন অত্র বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মনজুল আলম, সেক্রেটারী মোঃ ইছহাক, সাংবাদিক রুস্তম গণি মাহমুদ, সাংবাদিক মোঃ শাহ্ আলম, বাজার কমিটির কয়েকজন সদস্য সহ ব্যবসায়ীরা উপস্থিত থাকেন।