সিবিএন:
কক্সবাজারে আসা দেশী বিদেশী পর্যটকদের সেবার মান আরো বাড়ানোর লক্ষ্যে ৭ দিনব্যাপী ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স’ চালু করেছে ট্যুরিস্ট পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম।
ট্যুরিস্ট পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, কক্সবাজারে বিভিন্ন দেশের পর্যটক আসে। ভাষাগত জটিলতায় পড়লে পর্যটকরা সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়। কম সময়ের প্রশিক্ষণ হলেও ল্যাঙ্গুয়েজ কোর্স খুবই ফলদায়ক হবে। এ সময় আয়োজক প্রশিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।