গত ৪ অক্টোবর স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত ‘বীচকর্মী প্রত্যাহার করতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন’ শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে টুয়াকের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এস এ কাজল। আসলে তিনি টুয়াকের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন না। তার ভাই মঞ্জুর আলম বীচের ব্যবসায়ী। ভাইয়ের অনুরোধে ওই সংবাদ সম্মেলনে এস এ কাজল উপস্থিত হয়েছিলেন। সেখানে তার ওই উপস্থিতি একান্ত তার ব্যক্তি বিষয়। সেটার সাথে টুয়াক বা টুয়াকের কোনো সমর্থন কোনোভাবে ছিলো না। এস এ কাজল সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তার ভাইয়ের পক্ষ হয়ে সেই সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন। আমরা দৃঢ়তার সাথে বলছি, ওই সংবাদ সম্মেলনের সাথে টুয়াকের কোনো ধরণের সংশ্লিষ্টতা নেই। এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। ভবিষ্যতে টুয়াকের দায়িত্বশীল ব্যক্তির অনুমতি ছাড়া কাউকে এই রকম কোনো প্রোগ্রামের অংশ না নেয়ার অনুরোধ জানাচ্ছি।

 

প্রতিবাদকারী

এম. এ হাসিব বাদল
আহ্বায়ক, টুয়াক।