হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

“উৎপাদনমুখী সমবায় করি-উন্নত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য নিয়ে টেকনাফে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালী, আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলণ ও আলোচনা সভা। টেকনাফ উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উক্ত কর্মসুচী পালন করা হয়।

জানা যায়, ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, মিডিয়াকর্মী, বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ ব্যানার সহকারে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ করেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ এবং সমবায় পতাকা উত্তোলণ করেন টেকনাফ উপজেলা সমবায় অফিসার মোঃ নজরুল ইসলাম। এরপর আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ। যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস মনজুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা টমটম মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ তৈয়ব, রিক্সা চালক সমবায় সমিতির সহ-সভাপতি আবদুল গফুর, মিনি-পিকআপ সভাপতি নুরুল আলম, ডিসট্রিবিউটর সমবায় সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, টেকনাফ বাস স্টেশন সিএনজি চালক সমবায় সমিতির সদস্য দিদারুল আলম, বীচ রোড টমটম শ্রমিক সমবায় সমিতির সভাপতি আবদুল লতিফ, গোদারবিল রোড টমটম শ্রমিক সমবায় সমিতির সভাপতি তজিল আহমদ, বাস স্টেশন কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, টেকনাফ পৌর শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন উৎপাদনমুখী কাজে নিয়োজিত হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সমবায় সংগঠন সমুহের বিভিন্ন সমস্যা ও দাবি পুরণ করার ঘোষণা দেন। ##