সরওয়ার কামাল, মহেশখালী:
“উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য কে সামনে রেখে মহেশখালীতে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৪ঠা নভেম্বর সকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০০ সমবায়ীর অংশগ্রহনে র‌্যালী ও আলোচনা সভা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অধ্যাপক আশীষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমবায়ী এম আজিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা এম.জি মাসুদ কুতুবী, মহেশখালী উপজেলা কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি জাফর আলম জাবের, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, মহেশখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সভাপতি মোস্তাক আহমদ, বড় মহেশখালী ইউনিয়ন সমবায় মাল্টিপারপার্স সমিতি লিঃ সভাপতি মোজাম্মেল হক, সাবেক মেম্বার হোসেন আহমদ, ছোট মহেশখালী আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, ইউপি সদস্য রেজাউল করিম, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল আমিন, হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, হোয়ানক ইউনিয়নের মৎস্যজীবিলীগ সভাপতি লিয়াকত আলী, ফকিরাঘোনা যুব কল্যান সমবায় সমিতি লিমিটেড সভাপতি মোহাম্মদ আনছারুল করিম, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক মাহমুদুল করিম, অর্থ সম্পাদক বেলাল উদ্দিন, সিনিয়র সদস্য এনামুল করিম, গফুর, বাদশা প্রমুখ। সভাশেষে ১৬টি গুরুত্বপূর্ণ প্রাথমিক সমিতিতে ৮টি চেয়ার, ১টি টেবিল সহ আরো বেশ কিছু বিতরণ করেন।