হাফিজুল ইসলাম চৌধুরী :

জালালাবাদ-ইসলামাবাদ সংযোগ পথে রয়েছে খর¯্রােতা ঈদগাঁও নদী। এই নদী পার হতে গিয়ে লাখো মানুষকে পোহাতে হয় নানা দুর্ভোগ। তবে এই দুর্বিসহ যন্ত্রণা এবার দূর হবে। সেখানে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেতু। এটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এসটিএম রাজামিয়ার নামে নামকরণ করে গত বুধবার বিকেলে সেতুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সেতু নির্মাণ হওয়ার খবরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন শত শত জনতা। তাঁদের চোখে মুখে ছিল শুধুই উচ্ছ্বাস। খুশিতে আত্মহারা তাঁরা।

ইসলামাবাদের বৃদ্ধ রশিদ আহমদ (৬৫) বলেন, ‘এসটিএম রাজামিয়া সেতু নির্মিত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে। সুফল বয়ে আসবে সবক্ষেত্রে। এ জন্য আমরা আওয়ামী লীগ সরকারে প্রতি কৃতজ্ঞ।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত তরুণ আবুল কালাম বলেন, ‘সরকার দলীয় এমপি কমল সেতু নির্মাণের ওয়াদা দিয়েছিল। তিনি তা পূরণ করতে যাচ্ছেন। এবার আমাদের ভাগ্যের পরিবর্তন হবে।’

সেতুর ভিত্তিরপ্রস্থর শেষে শত শত জনতার উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, ‘শেখ হাসিনার সরকারের বর্তমান সময়েই কক্সবাজার ঈদগাঁওতে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে যেমন আন্তরিক, তেমনি আমরা সম্মিলিত প্রচেষ্টায় এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘ঈদগাঁও বাজারের উন্নয়নে দুইকোটি আশি লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। তৎমধ্যে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ চলতি মৌসুমে শীঘ্রই সম্পন্ন করা হবে। ভুমি অফিস থেকে বংকিম বাজার পর্যন্ত সড়কের কাজ শিঘ্রই শুরু হবে। দুই কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা এসটিএম রাজামিয়া সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। জাকির পাড়া-ভাদিতলা রাস্তায় দুইকোটি টাকার কাজ প্রায় শেষের পথে। আমরা মাছুয়াখালী রাস্তা, ভূতিয়াপাড়া রাস্তা, কালির ছড়ায় রাস্তা ও তিনটি সেতু, চাঁদেরঘোনা ব্রিজ ও রাস্তা, মেহেরঘোনায় রাস্তা সহ অনেক রাস্তা ও সেতু নির্মাণ করেছি। এছাড়া মাইজপাড়া ও পাল পাড়া রাস্তায় আলোক সজ্জা করেছি। ভোমরিয়াঘোনা বেড়িবাঁধ নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে- পাশাপাশি বাকি কাজ গুলোও পর্যায়ক্রমে নির্মাণ ও সংস্কার করা হবে।’

সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, মায়ানমার সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়ে আমাদের দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পক্ষে আমরাই সর্বপ্রথম কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের সকল প্রকার সহযোগিতা করে আসছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নিরলসভাবে রোহিঙ্গাদের সেবা করে আসছি। অন্যদিকে বিএনপি নেত্রী রোহিঙ্গাদের সেবার নামে গাড়ী বহর নিয়ে রাজনীতি করতে এসেছে, তাও আবার অনেক পরে। যারা মানবতার সেবার নামে রাজনীতি করে তাদের প্রতিহত করতে হবে।

ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি নুর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু তালেব, সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু, ফরিদুল আলম চেয়াম্যান, যুগ্ম সম্পাদক বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদ, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমদ, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন, কক্সবাজার জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম খান, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার আলম ডিপো এমইউপি, মিজানুল হক, যুবলীগ নেতা হাসান আজিজ, ঈদগাঁও জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্ডি মেম্বার, ঈদগাঁও ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, ঈদগাঁও ছাত্রলীগের সভাপতি রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ প্রমুখ।