সিবিএন:
কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অভিজাত হোটেল সী-প্যালেসের সামনে সড়কের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
সেই সাথে নিজ দায়িত্বে আগামী ২৪ ঘন্টার মধ্যে রাস্তার ৮০ ফিটের ভিতরের সব স্থাপনা, ব্যানার, ফেস্টুন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম(জয়) এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার বিকালে কলাতলী এলাকায় জেলা প্রশাসন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়।
অভিযানে কউক এর নির্বাহী প্রকৌশলী লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আনোয়ার-উল-ইসলাম, জেলা প্রশাসনের পেশকার জসীম উদ্দিনসহ পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম (জয়) সিবিএনকে জানান, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে কক্সবাজার শহরকে নান্দনিক এবং পর্যটন বান্ধব করে গড়ে তুলতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা অপসারণ করতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। প্রথম দিনের অভিযানে হোটেলে সী প্যালেসের অবৈধ স্থাপনা অপসারন করা হয়। সুগন্ধা পয়েন্ট পর্যন্ত সড়কের পাশে স্থাপনাকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের ডেকে শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের নিজ দায়িত্ব স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।