মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়ায় র‌্যাব অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। গত ১ নভেম্বর বুধবার রাতে সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়া গ্রামের আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার গভীর রাতে উপজেলার জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৬ হাজার ১শ পিস ইয়াবাসহ জনার কেঁওচিয়া গ্রামের আশেকের পাড়ার সৌদি প্রবাসী মো. ইউসুফের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩২) ও পটিয়া উপজেলার ছনহারহাট এলাকার মৃত রশিদ আহম্মদ পুত্র মোঃ কামাল হোসেন (৬০) কে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ইয়াবগুলো চট্টগ্রাম নগরীতে নিয়ে যাওয়ার জন্য সেখানে ক্রয়-বিক্রয় হচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৫০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল এর ৯(খ)/২৫ ধারা মোতাবেক চট্টগ্রামের সাতকানিয়া থানায় মামলা দায়ের হয়েছে।