হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ফুটপাত দখল করে বাঁশের ব্যবসা করায় তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। ব্যবসায়ীরা হলেন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার কবির আহমদ, লম্বরী এলাকার মৌলভী জাফর আহমদ ও কচুবনিয়ার ছৈয়দ হোসাইন ফকির।

জনগণের ভোগান্তি সৃষ্টি করে অবৈধভাবে দখল করায় বুধবার ১ নভেম্বর বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাঁদের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন ‘টেকনাফ বাস ষ্টেশনের পানবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাঁশ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা করে তিনজনকে ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে’। ##