প্রেস বিজ্ঞপ্তি :

সরকার যুব সমাজকে দেশের শক্তিতে পরিণত করতে চায়। তাই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা সমাধান করে নানা মূখী কর্মকান্ডে যুক্ত করছেন যুবকদের। যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চায় তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে নিজেদের পায়ে দাড়াতে সহযোগীতা করছে সরকার। বিগত সময়ে এমন পরিকল্পনা গ্রহন না করে যুব সমাজকে বিপদগামী করে তুলে ছিল জিয়া-এরশাদ ও খালেদা জিয়ার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই যুব সমাজকে নিয়ে এখন স্বপ্ন দেখছেন। তাদেরকেই দেশের অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত করতে চান প্রধানমন্ত্রী। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এমন পরিকল্পনার সফল হয়েছে বিধায় দেশের গ্রামীন অর্থনীতি একটি সন্তোষজনক পর্যায়ে এসে দাড়িয়েছে। দেশকে একটি মধ্যম আয়ের দেশের মর্যদায় নিয়ে আসার স্বপ্ন দেখেছেন। তিনি গতকাল বেলা ১২টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম’র সভাপতিত্বে ও রিদুওয়ান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছালেহ আহমদ, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, আবদুল মন্নান, মোহাম্মদ শহিদুল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র ধর। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবু বক্কর ছিদ্দিক। বেলা ১১টায় আশেক উল্লাহ রফিক এমপি’র নেতৃত্বে জাতীয় যুব দিবসের র‌্যালী মহেশখালী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপজেলা সহকারি কমিশনার ভুমি বিভিষণ কান্তি দাশ, নুরুল আলম, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম উপস্থিত ছিলেন।