হাফিজুল ইসলাম চৌধুরী :

মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। কক্সবাজারের রামুর গর্জনিয়ায় বুধবার (১ নভেম্বর) মা সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জাউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আক্তার ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা সোলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ চৌধুরী, আয়ুব সিকদার প্রমূখ।

এসময় ক্যাজরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল হক, শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিদ্দিকুল আজাদ রাশেদ, উপজেলা যুবলীগনেতা নবিউল হক আরকান, সংবাদকর্মী শওকত ইসলাম, স্থানীয় নারী ইউপি সদস্য রেহেনা আক্তার, গর্জনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তানজীদ রায়হান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল ফাইছাল’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।