কামাল শিশির ,রামু (কক্সবাজার) :

কক্সবাজার রামুর দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়নের ১নং ওর্য়াড এলাকার নতুন খালের উপর বহু বছর আগে নির্মিত ব্রীজটি ধসে পড়ে প্রাণ হানীর আশংকা দেখা দিয়েছে । গত ৩০ অক্টোবর সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উক্ত ব্রীজটির এক অংশে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে । এছাড়া ব্রীজের প্রায় অংশে ফাটল দেখা দিয়েছে । পাশাপাশি বেশ নড়বড় অবস্থা ব্রীজটির । হেটে গেলেও মনে হয় ব্রীজটি পড়ে যেতে পারে । শুধু তা নয় ব্রীজটির প্রস্থও ছোট । উল্লেখ্য,রাজারকুল -লিংক রোড় সড়কের উক্ত ব্রীজ দিয়ে বড় বড় ট্রাকসহ প্রতিদিন সিএনজি,টম টম,মোটর সাইকেল,পিকআপ ও বিভিন্ন ধরণের শত শত যানবাহন চলাচল করতেছে বড় ধরণের ঝুঁিক নিয়ে । এলাকার প্রবিণ মুরব্বী সাইফুদ্দিন পরিদর্শনকালে জানান,জন গুরুত্বর্পূণ সড়কটির উক্ত ব্রীজটির র্দীঘ দিন ধরে এ বেহাল দশা দেখা দিলেও জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই । টমটম চালক মো: ইউনুছ জানান,ব্রীজটির উক্ত গর্তে প্রায় সময় কোননা কোন গাড়ীর চাকা ডুকে পড়ে । এছাড়া গত ৩দিন আগে একটি মোটর সাইকেল গর্তে পড়ে দূর্ঘটনার কবলে পড়ে । এলাকার চাকুরিজীবি হাসমত আলী জানান,এলাকায় নেতা বেশি হওয়ায় এবং নেতার জন্ম স্থান হওয়ায় ব্রীজটির সংস্কার বা মেরামত হচ্ছে না । এলাকার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামসহ শত শত জনতা ব্রীজটি সত্বর মেরামত করার জন্য রামু-কক্সবাজারের সংসদ সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন । অন্যতায় ব্রীজটি ধসে পড়ে যে কোন মুর্হুতে প্রাণহানীর মত ঘটনা ঘটতে পারে ।