রিয়াজুল হাসান খোকন (বাহারছড়া) :

টেকনাফ বাহারছড়ার প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত শামলাপুর বাজারের ময়লা নর্দমা পরিস্কার পরিছন্নতায় কাজে নেমে পড়েছে স্থানীয় যুবলীগ কর্মীরা। কোনো ধরনের পারিশ্রমিক ও স্বার্থ ছাড়া স্থানীয় যুবলীগ কর্মীরা বাজারে আসা হাজার হাজার মানুষ কে একটি পরিছন্ন বাজার উপহার দিতে তাদের এই মহত উদ্যােগ বলে জানান যুবলীগ কর্মীরা। বাহারছড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনের নেতৃত্বে একদল যুবলীগ কর্মী তাদের এই মহত কাজের মধ্যে নিজেদের নিয়োজিত করেন বলে জানান। স্থানীয়রা জানান যুবলীগ কর্মীদের এই মহত উদ্যােগ ও বাজার পরিছন্নতার কারণে বাজারে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ময়লা নর্দমা পরিস্কার হচ্ছে, অনেক কে এখন আর আগের মত পচাঁ গন্ধ সহ্য করতে হয় না। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ এত দিন বাজারে ময়লা নর্দমার জমে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভান করে থাকত, তাদের দায়িত্ব থাকার পরও তারা উদাসীন ভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যেত। যার ফলে স্থানীয়রা বাজারে এসে সুন্দর ভাবে হাটার জন্য একটি পরিস্কার পরিছন্ন জায়গা পেত না, আর জনদূর্ভোগ ছিল সহ্যের বাইরে। তাই তারা বলেন যুবলীগ কর্মীদের থেকে শিক্ষা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা যেন এলাকায় তাদের যতাযত দায়িত্ব পালন করে তারা সে আহবান জানান। এদিকে যুবলীগ কর্মীরা বাজার পরিছন্ন করার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা এক ধরণের লজ্জায় আছে বলে স্থানীয় সচেতন মহলের দাবী, তারা জানান বাজার পরিছন্নতার কাজে জন্য ও বাজারে সার্বিক উন্নয়ন কাজের জন্য বছরে একটা বাজেট থাকে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা তা যতাযত ব্যবহার না করার কারণে বাজারের এই করুণ অবস্থা, আর এই ধরণের একটা মহত কাজের জন্য স্থানীয় কোনো জনপ্রতিনিধি আমাদের সাধুবাদ জানাতে আসেনি বলে স্থানীয় অনেক যুবলীগ কর্মী অভিযোগ করেন, এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো মতামত পাওয়া যায়নি। তবে যুবলীগের এই মহত কাজের জন্য স্থানীয়দের মাঝে তারা প্রসংশায় ভাসছে।