ছালাম কাকলী :

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে যাত্রীবাহী মাইক্রো ও বাসকে দুমড়ে-মুছড়ে দিয়েছে ডাম্পার । ঐ ডাম্পারটি পরে মহাসড়কের উপর ছিটকে পড়ে । এ সময় ২টি বাসের ড্রাইভার সহ ১৭জন যাত্রী আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ১ নভেন্বর সকাল ১০ টায়।

প্রত্যক্ষ দর্শিরা জানান, কক্সবাজার থেকে মাসুদ পরিবহন নামের কক্সবাজার জ-১১-০১৯৪ নং এর একটি লোকাল বাসও চট্টমেট্টো ল-১১-১৭৯৪ নং এর একটি মাইক্রো যাত্রী নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে সকালে রওনা দেয়। যাত্রী বাহি গাড়ি ২টি সকাল ১০টায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছা মাত্রই চট্টমেট্টো ল-১১৪ নং এর একটি ডাম্পার গাড়ি বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে এসে ঐ যাত্রী বাহি গাড়ি ২টিকে পর-পর ধাক্কা দিয়ে সড়কের উপর ছিটকে পড়ে । ডাম্পার গাড়ির ধাক্কায় আহত হয়েছে মাসুদ গাড়ির ড্র্রাইভার আনোয়ার (৪০), হেলপার রসিদ (২৫), ঐ গাড়ির যাত্রীদের মধ্যে রয়েছে মামুন (৩০), ছফুরা বেগম (৫০), রমিছ (৫০), এরফান (১৭), মাইক্রো যাত্রী নিনা বালা (৫০), অনজলি বালা (৪০), রুপন (১৫), সহ ১৭ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শিকার ঐ ৩টি গাড়িকে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।