সিবিএন:
আদর্শ জাতি গঠন ও সন্তানের বেড়ে উঠার পেছনে মায়ের প্রভাব সবচেয়ে বেশী। মায়ের চরিত্রের প্রভাবে সন্তান প্রভাবান্বিত হয়। এজন্য সবার আগে মায়ের চরিত্র সুন্দর হতে হবে।
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা কক্সবাজার শাখা আয়োজিত মা সমাবেশে ঢাকা ধানমন্ডি সুবহানবাগ জামে মসজিদের খতীব, খ্যাতনামা টিভি ব্যাক্তিত্ব আল্লামা শাহ ওয়ালী উল্লাহ কথাগুলো বলছিলেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টায় শহরের খুরুশকুল সড়ক সংলগ্ন মাদরাসা ক্যাম্পাসে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহ ওয়ালী উল্লাহ বলেন, আজকের বিশ্বে আদর্শ মা পাওয়া কঠিন। সমাজ দিন দিন অন্ধকারের দিকে ছুটছে। ইসলামের আদর্শ বাদ দিয়ে বিপরীত স্রোতে চলছে মানুষ। পরকালে মুক্তির জন্য কুরআনের পথই আসল সমাধান। তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দারের সভাপতিত্বে এতে শতাধিক মা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআনের দৃষ্টান্ত তুলে ধরে বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব আল্লামা শাহ ওয়ালী উল্লাহ বলেন, মায়ের জাতকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত বলা হয়েছে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মা-বোনেরা ফ্যাশনের নামে বেপর্দা হয়ে যাচ্ছে। আধুনিকতার লেবাসে শরীর প্রদর্শন প্রতিযোগিতায় নেমেছে। যা পুরে মায়ের জাতের চরম অবমাননা। পরকালে মুক্তির জন্য সঠিক পথ অনুসরণ করে চলতে হবে।