নুসরাত পাইরিন,কক্সবাজার :
অাজ ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেনির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জনশিক্ষার্থী অংশ গ্রহন করবে।এরমধ্যে ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জনছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন । আর গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার।এবার সারা দেশে মোট ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হবে।গত বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।এবছর জেএসসিতে মোট পরীক্ষার্থী ২০লাখ ৯০ হাজার ২৭৭ জন।তার মধ্যে ছাত্র ৯ লাখ ৭১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১১ লাখ ১৮ হাজার ৯৪১ জন।অন্যদিকে জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন।তারমধ্যে ছাত্র ১লাখ ৭৩ হাজার ৪২২ জনছাত্রী ২ লাখ ৫ হাজার ১০১ জন রয়েছে।দেশের বাইরে ৯টি কেন্দ্র এবার ৩৬৫৯ জন জেএসসি পরীক্ষায় অংশ নেবে।

কক্সবাজারের জেএসসিতে ৩৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫৮৬৮ জন।এর মধ্যে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৩২৯ জন,ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪২১ জন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬৩৩ জন,ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনে ৪৮৬ জন, ঈদগাঁও জাহানারা উচ্চ বিদ্যালয়ে ৬১০ জন,কক্সবাজার মডেল হাই স্কুলে ৭৩৫ জন,চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১২০০ জন,চকরিয়াসরকারিবালিকা উচ্চ বিদ্যালয়ে ১১০০ জন,ডুলহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭৮৬ জন,চকরিয়া কোরক বিদ্যাপীঠে ১৩০০ জন,ইলিশিয়াজমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে ৪০০ জন,চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ৭০০ জন,হারবাংইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৪৫০ জন,পেকুয়া জি এমসিইনষ্টিটিউটে ৫৯৮ জন,পেকুয়াবালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৮৬ জন,শিলখালী উচ্চ বিদ্যালয়ে ৭৪০ জন,মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১৫৯ জন,কালামছাড়া উচ্চ বিদ্যালয়ে ১৩৪০ জন,মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ে ৫৪০ জন,বড়মহেশখালীবালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬৭ জন,উখিয়া উচ্চ বিদ্যালয়ে ৩২৯ জন,উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৭০ জন,কুতুপালংআদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫৫০ জন,পালংআদর্শ উচ্চ বিদ্যালয়ে ১০৫৯ জন,রামুখিজারীমডেল উচ্চ বিদ্যালয়ে ৮৮৫ জন,জোয়ারিয়ানালাএইচএমসাঁচি উচ্চ বিদ্যালয়ে ৪২৩ জন,রামুবালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৬৫ জন,গর্জনিয়াহাই স্কুলে ২৫৫ জন,টেকনাফপাইলট উচ্চ বিদ্যালয়ে ৫৩১ জন,এজেহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫২১ জন,আলহাজ¦ আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে ৮০৯ জন,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১০৫ জন,ধুরুং আদর্শ হাই স্কুলে ৫৮৬ জন।

এবং কক্সবাজারে জেডিসিতে ১৫ টি কেন্দ্রের মধ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৪৯৮ জন। এরমধ্যে ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় ৬০৬ জন,ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় ৮৮৩ জন,কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় ৮০৪ জন,চকরিয়াআনোয়ারুলউলুমফাজিলমাদ্রাসায় ১৪৩২ জন, পহরচান্দা ফাজিল মাদ্রাসায় ২৪৩ জন,আমজাদিয়া রফিকুল উলুম মাদ্রাসায় ৫৩৮ জন,কুতুবদিয়া বড়ঘোপ মাদ্রাসায় ৬৫২ জন,পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৮২১ জন,কালারমারছাড়া মঈনুল উলুম মাদ্রাসায় ৫০০ জন,পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় ৬১৭ জন,রাজাখালীবি,ইউ,আই ফাজিল মাদ্রাসায় ২৫৮ জন,টেকনাফ রঈী খালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় ৬৩৩ জন,মেরংলোয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫৯৫ জন,গর্জনিয়া ফয়জুল উলুম আলিম মাদ্রাসায় ২৪৪ জন ও রাজাপালংএম,ইউ,ফাজিলমাদ্রাসায়৬৭২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।এবিষয়ে শিক্ষা মন্ত্রী বলেন,পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে বাধ্যতামুলক পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে।প্রতিবন্দী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।এছাড়া দৃষ্টি প্রতিবন্দী,সেরিব্রাল পালস জনিত প্রতিবন্দী এবং যাদের হাত নেই,তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে।পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর।৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশিত হবে।