নুরুল আমিন হেলালী :

সারাদেশের ন্যায় ঈদগাঁও’র চারটি কেন্দ্রে পহেলা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষা। সারা দেশের ন্যায় মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলার জে এস সি ও জে ডি সি পরীক্ষা কেন্দ্র সমুহে সুষ্টুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান জেলা শিক্ষা অফিস। সূত্রে জানা গেছে, চলতি বছরে কক্সবাজার সদরের ঈদগাঁওতে মোট কেন্দ্র রয়েছে ৪ টি। তন্মধ্যে জেএসসি ৩ ও জেডিসি ১ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। ঈদগাঁওতে এবার ৪টি কেন্দ্রে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে মোট ২হাজার ৩৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এরমধ্যে জেএসসি পরীক্ষার্থী ১হাজার ৫০৯ এবং জেডিসি ৮৮৩ জন। জেএসসি পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে- কক্স-০২ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪২১ জন, কক্স-০৪ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে ৪৮৬ জন, কক্স-০৫ ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০২ জন, তন্মধ্যে ছাত্রী-২৪৯ ছাত্র-৩৫৩ জন। অন্যদিকে জেডিসি পরীক্ষা কেন্দ্র হচ্ছে- ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় ৮৮৩ জন। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে মোট পরীক্ষার্থীর মধ্যে দীপশিখা গার্লস একাডেমী-১২ জন, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ২০৬ জন, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়-১৭৩ জন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়-৯৫ জন। অপরদিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৫টি বিদ্যালয়ের পরীক্ষার্থী অংশগ্রহণকরবে। বিদ্যালয় গুলো হচ্ছে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়, মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোমরিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ৩৭৯ জন ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২২৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। অন্যদিকে ঈদগাহ’র একমাত্র জেডিসি কেন্দ্র ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে ১১টি মাদ্রাসা মোট ৮৮৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। তন্মধ্যে ছাত্রী-৬২৭ ও ছাত্র ২৫৬ জন। কক্সবাজার-০৪ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের কেন্দ্র সচিব একেএম আলমগীর ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব গিয়াস উদ্দিন জানান, ইতিমধ্যেই তাহারা তাদের স্ব-স্ব কেন্দ্রে নির্বিঘেœ পরীক্ষা গ্রহনের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।