প্রেস বিজ্ঞপ্তি:

“রামু উৎসব ২০১৮” অনুষ্ঠিত হবে আগামি ১২ জানুয়ারী ঢাকার মতিঝিলস্থ টিএন্ডটি কলেজ প্রাঙ্গণে। গত শনিবার ঢাকাস্থ রামু সমিতির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রামু সমিতির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন শর্মার পরিচালনায় এ সভায় সিদ্ধান্ত হয়- আগামি রামু উৎসবে রামুর কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরা হবে। ঐতিহ্যাবাহী মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এ উৎসব ঢাকাস্থ রামু তথা কক্সবাজারবাসীদের পুনর্মিলনীতে রুপান্তরিত হবে। তথ্যনির্ভর প্রকাশনা, কার্ণিভাল, শিশুদের বিনোদন সহ ব্যতিক্রমী ও প্রাণবন্ত এ আয়োজনে দেশের স্বনামধন্য ব্যক্তি বর্গ উপস্থিত থাকবেন।

রামু উৎসবকে সামনে রেখে সদস্য নবায়ন কর্মসূচী জোরদার করার ঘোষণা এসেছে। এ আয়োজন কে সামনে রেখে বিভিন্ন উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

মতিঝিল টিএন্ডটি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত শনিবারের কার্যকরী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল মোমেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সবুজ বড়ুয়া, শিক্ষা সম্পাদক উজ্জল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক বিজন শর্মা, নির্বাহী সদস্য আকতার কামাল, আব্দুল হাকিম, হাসনা বেগম লিলি প্রমুখ।

প্রচার,প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রামু উৎসবের আয়োজন পরিকল্পনা নিয়ে শীঘ্রই উপদেষ্টা, ট্রাষ্টি সদস্য ও কার্যকরী সদস্যরা মত বিনিময় সভায় মিলিত হবেন।