আমান উল্লাহ আমান, টেকনাফ (কক্সবাজার) :

পুুলিশই জনতা, জনতাই পুলিশ। এই শ্লোগান নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো টেকনাফ মডেল থানায় কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় র‌্যালী ও র‌্যালী শেষে মডেল থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, অপরাধ দমনে কেবল পুলিশের আন্তরিকতাই যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় জনগনের সহযোগিতা,সম্পৃক্ততা ও গণসচেতনতা। জনগন যদি অপরাধ নির্মুলে সহযোগিতা না করে,কোনদিন এলাকার অপরাধ দমন করা সম্ভব হবে না। সেই কথাটি মাথায় রেখে বাংলাদেশ পুলিশ বাহিনী জনগন পুলিশিং কাজে এবং বিভিন্ন প্রকার অপরাধ দমনে সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছে। এই কমিউনিটি পুলিশিং কাজের অগ্রগতি আরো বাড়ানোর জন্য প্রতিবছর এই দিবসটি পালিত হয়। ২৮ অক্টোবর টেকনাফ মডেল থানার অফিসার ইর্নচাজ (ওসি) মোঃ মাইন উদ্দিন খাঁনের সভাপতিত্বে ও (ওসি) অপারেশন শফিউল আজম পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মডেল থানার (ওসি) শেখ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ পৌরসভার মেয়র মোঃ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বশর, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি নুরুলহুদা, সাধারন সম্পাদক আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সদস্য সোনা আলী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভা কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ আলম বাহাদুর, হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি হারুন সিকদার, টেকনাফ ক্রাইম সোসাইটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ইউপি সদস্য, কাউন্সিলার ও সংবাদিকবৃন্দ।