মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যাত্রাপথে বর্ণাঢ্যভাবে অভিনন্দন জানাবে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। তারা ইসলামপুর নতুন অফিস হতে রশিদ নগর সীমান্ত পর্যন্ত ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি হাতে নিয়ে আরকান সড়কের দু’পাশের্^ অবস্থান নেবেন। দেশনেত্রীকে বরণ করতে ইতিমধ্যে দুটি যৌথ প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। ঈদগাঁও বাজারস্থ দলীয় কার্যালয়ে পৃথক দু’দিনে আয়োজিত এ সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, চেয়ারপার্সনের কক্সবাজার আগমণ উপলক্ষ্যে গণমানুষের মাঝে ৬ হাজার হ্যান্ডবিল বিতরণ করা হবে। এছাড়া আগামী শনিবার এ উপলক্ষ্যে পুরো এলাকায় মাইকিং করা হবে। ২৯ অক্টোবর ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ বটতলী, শাহ ফকিরা বাজার, ঈদগাঁও বাসস্টেশন, কালিরছড়া বাজার, রশিদ নগর নয়া বাজার, পানিরছড়া গ্যারেজ, মামুন মিয়ার বাজারসহ জনবহুল স্থানে স্ব স্ব ইউনিয়ন বা ইউনিটের উদ্যোগে ব্যানারসহ খালেদা জিয়াকে অভিবাদন জানাবেন। রামু কক্সবাজারের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের পরামর্শে উপজেলা বিএনপি এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মনজুর আলম। তিনি বলেন, আমরা নেত্রীর আগমণকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। তবে প্রস্তুতির ব্যাপারে জানতে সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শওকত আলম শওকতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন উপলক্ষ্যে আগামী ২৮ থেকে ৩১ অক্টোবর তারিখ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কক্সবাজার ও চট্টগ্রাম সফর করবেন। তার সফরসূচী সূত্রে জানা গেছে, তিনি ২৯ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় সড়ক পথে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছুবেন। পরদিন ৩০ অক্টোবর সোমবার তিনি সকালে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত হয়ে বালুখালি পানবাজারে ড্যাব পরিচালিত মেডিকেল ক্যাম্প, বালুখালি-২ রোহিঙ্গা ক্যাম্প, বোয়ালমারা রোহিঙ্গা ক্যাম্প ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। একইদিন বিকেলে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।