ইমাম খাইর, সিবিএন:
একজন উদ্ভাবক তার উদ্ভাবনী শক্তি দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে। কাজেই যে যার মতো করে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।
একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রেগ্রামের আওতায় জেলা ব্রান্ডিং, কিশোর বাতায়ন এবং হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এ কথা বলেন। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, সারা দেশে সরকার অনেক উন্নয়ন কাজ পরিচালনা করছে। সঠিক প্রচারণার অভাবে মানুষ সেগুলো সম্পর্কে জানেনা। সরকারের সেবামূলক কাজ জনগণের দূরগোড়ায় পৌঁছাতে হবে। সেবা প্রতিষ্ঠানগুলোর কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রেগ্রামের বিষেশ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহিদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ নাসির উদ্দিন।
এতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে এটুআই প্রেগ্রামসহ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন সহকারী প্রোগ্রামার ফরিদ উদ্দিন আহমদ। এ সময় তথ্য অফিসের ঘোষক মকবুল আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভার সভাপতির সমাপনী বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ নাসির উদ্দিন সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে  উপস্থাপনে সংবাদকর্মীদের আহবান জানান।