জালাল আহমদ, ঢাবি থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত রোগীদের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’ দুই দশক পার হয়ে একুশ বছরে পা দিয়েছে। এবারের প্রতিপাদ্য ‘নিয়মিত স্বেচ্ছায় রক্তদান,দ্বি- দশক পূর্তির আহবান’। আজ সকাল ১০ টায় বাঁধনের দুই দশক পূর্তি উপলক্ষে ঢাবির টি এস সিতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালীর শুভ উদ্বোধন করেন ঢাবির ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন ঢাবির প্রক্টর প্রফেসর ড. একেএম গোলাম রব্বানী, টিএসসির পরিচালক মহিউজ্জামান,বাঁধন ঢাবি শাখার সভাপতি শহিদুল ইসলাম সনেট। এর পর টি এস সি হতে বিশাল আনন্দ র‍্যালী ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদুল্লাহ হলের সামনে গিয়ে শেষ হয়। বাঁধন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আনন্দ র‍্যালীতে আরো অংশ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ,ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী,রক্তদাতা,বাঁধন পরিবারের কর্মী ও উপদেষ্টাবৃন্দ। উপস্থিত ছিলেন।