সিবিএন:
বিনোদনের নতুন মাত্রা নিয়ে এবং সাংস্কৃতিকে আরো একধাপ এগিয়ে নিতে হাজির হল কক্স টিউব (Cox Tube) নামের একটি ইউটিউব চ্যানেল এবং ‘কক্সবাজার সাংস্কৃতিক ফোরাম’ নামের একটি সংগঠন। এখন চলছে এই সংগঠনের সদস্য সংগ্রহ। চাইলে আপনি ও পারবেন সদস্য হতে। পারবেন নিজের লুকানো প্রতিভা প্রকাশ করতে।
এই সংগঠন/ফোরাম এর প্রধান কাজ হচ্ছে নাটক, শর্টফ্লিম, মিউজিক ভিডিও নির্মাণ। আপনি যদি অভিনেতা/অভিনেত্রী হতে চান তাহলে আজই সদস্য হয়ে যান এবং নিজের স্বপ্ন পূরণে নেমে যান। সদস্য হওয়ার নিয়ম এবং অন্য সব তথ্য জানতে। যোগাযোগ করুন Email: [email protected]
Mobile: 01878375468
কক্স টিউব( Cox Tube) এবং কক্সবাজার সাংস্কৃতিক ফোরাম এর প্রধান উদ্যাক্তা এবং প্রতিষ্টাতা হল অভিনেতা রেজাউল করিম, পরিচালক মরজিয়া খানম, D.O.P ( ক্যামেরা ম্যান) ইয়াছিন ।
সংগঠনটির প্রধান উদ্যোক্তা এবং প্রতিষ্টাতা অভিনেতা রেজাউল করিম বলেন, সাংষ্কৃতিকে আরো একধাপ এগিয়ে নিতে আমাদের এই ফোরাম। আমরা কক্সবাজার থেকে সংস্কৃতি প্রেমী ছেলে-মেয়েদের নিয়ে কাজ করব। তার জন্য যারা আগ্রহী তাদের সদস্য হয়ে আমাদের সাথে কাজ করার অনুরোধ।