সিবিএন:
মেয়াদোত্তীর্ণ, সতর্ক সচিত্রবিহীন, বিদেশী পণ্য বিক্রির অভিযোগে কক্সবাজার সদর মডেল থানার পেছনের হক স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইলকোর্ট। মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালানো হয়।
অভিযানে জব্দকৃত অনুমান ৭৪ হাজার ৮০৪ টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট জনসমক্ষে পুড়িয়ে ধংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।
এ সময় জেলা সেনিটারী ইন্সপেক্টর তরুন বড়ুয়া, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার উচাপ্রু মার্মা, ইপসার কর্মকর্তা হারুনুর রশীদ, জেলা প্রশাসনের কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অবৈধ সিগারেট পোড়ানোর দৃশ্য

এর আগে শহরের হোটেল মোটেল জোনের হোটেল বীচ ভিউকে ১০ হাজার এবং জিয়া গেস্ট ইনের পেছনের দুইটি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা জানান, ধুমপান ও তামাকজাতপণ্য ব্যবহার নিরোধ আইন-২০০৫ (সংশোধিত ২০১৩) এর শাস্তির ধারা ১০ (৫) এর আলোকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।