প্রেস বিজ্ঞপ্তি :

সুশাসনের জন্য নাগরিক সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেছেন মায়ানমারে রোহিঙ্গাদের উপর যে বর্বর হত্যা নির্যাতন হয়েছে সেটা পৃথীবির সকল মানবিকতাকে হার মানিয়েছে। চুডান্ত মানবাধিকা লংঘন করেছে এবং এখনো করে চলেছে। সেই মুহুর্তে মানিবকতার কারনে বিপুল সংখ্যাক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে নন্দিত হয়েছে। কিন্তু এত বিপুল সংখ্যক রোহিঙ্গার কারনে পর্যটন নগরী কক্সবাজার সহ সারা দেশ বিপর্যস্ত হয়ে পড়ার আশংকা রয়েছে। ইতি মধ্যে জেলার বনভুমি বিরান হয়ে গেছে,সবুজ নাগরি আর নেই।মারামারি হানাহানি শুরু হয়ে গেছে, এছাড়া কক্সবাজারের জনসংখ্যা ২৩ লাখ কিন্তু পূর্বের সহ রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ আর তাদের মধ্যে সন্তান সম্ভবা আছে আরো ১ লাখ সে হিসাবে তারা প্রায় অর্ধেক তাই যে কোন মুহুর্তে দেশের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকাও উড়িয়ে দেওয়া যায় না। তাই কূটনৈতিক ভাবে চীন সহ আর্ন্তজাতিক পরাশক্তি গুলোকে বসে এনে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। তিনি গতকাল কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সম্মেলন কক্ষে কক্সবাজার সুজন ও বিশিষ্ঠ্য নাগরিকদের নিয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন বাংলাদেশে ইতিহাসে রোহিঙ্গাদের নিয়ে কোন লিখিত গবেষনা ধর্মী প্রতিবেদন নেই আমরা সেই কাজ টি করতে চাই। রোহিঙ্গারা কেন দেশ ছাড়ছে কেন তারা নাগরিক অধিকার বঞ্চিত আর কেনই বা নির্যাতিত এবং বাংলাদেশে তারা কিভাবে আছে তাদের কারনে স্থানীয়দের কি কি অসুবিধা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে অর্থনৈতিক সামাজিক এবং রাষ্ট্রিয় ভাবে কি অসুবিধা হতে পারে সর্বপরি মায়ানমার সরকার কি বলছে সে রকম একটি গবেষনা রিপোর্ট তৈরি করতে সবার সহযোগিতা কামরা করেন তিনি। এবং এই রিপোর্ট জাতীয় এবং আর্ন্তজাতিক ভাবে সীকৃতি আদায়ে চেস্টা করবেন বলেও জানান তিনি।

সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রফেসর এম এ বারীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহামদ, সাবেক পিপি এড, মোহাম্মদ জাহাঙ্গির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল,ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, ডাঃ চন্দন কান্তি দাশ, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি শামিমা আক্তার, পৌর কাউন্সিলার মনজুমন্নাহার, রামু জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর,জেলা যুব মহিলা লীগ সভাপতি আয়েশা সিরাজ, শহর জাতীয় পার্টির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সুজন সহ সম্পাদক অধ্যাপক অজিত দাশ, রামু সুজন সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, টেকনাফ সুজন সাধারণ সম্পাদক আবুল হোসেন রাজু, সুজন সদস্য মাস্টার মোঃ জাবের, প্রবীর বড়–য়া, প্রদীপ চন্দ্র শীল, মনজুর আলম, ইসমত আরা, প্রমুখ অনুষ্ঠান সঞ্চালন করেন সুজন জেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।