দৈনিক শিক্ষা :
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় শিক্ষকদের একদিনের বেতনের টাকা কর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এ অর্থ সংগ্রহ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় চলতি মাসে এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষক-কর্মচাীদের বেতন কর্তনের বিষয়টি ইতোমধ্যে সকল জেলা শিক্ষা অফিসারদের লিখিতভাবে জানানো হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর অর্থ তহবিলে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে লক্ষ্যে সকল সরকারি শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতন কর্তন করা হয়েছে। একদিনের বেতন বাবদ যে অর্থ সংগ্রহ হবে তা রোহিঙ্গাদের সহায়তায় দেয়অ হবে।

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় সরকারি-বেসরকারি ভাবে বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে। তার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।