cbn  

প্রেস বিজ্ঞপ্তি :

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা আহবায়ক কমিটির এক সভা  ২৩ অক্টোবর সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ছৈয়দ আলম এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য এড. মোহাম্মদ আজম ও এড.মোহাম্মদ ছাদেক উল্লাহ, ফোরামের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ সলিম উল্লাহ, সাবেক স্পেশাল পিপি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের যুগ্ম আহবায়ক এড.মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক স্পেশাল পিপি ও ফোরামের যুগ্ম আহবায়ক এড. মোহাম্মদ শাহাব উদ্দিন, এড. মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ আবদুল্লাহ (১), এড. সাহাব উদ্দিন (৩), এড. মোহাম্মদ আবদুল মন্নান, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক এড. মোহাম্মদ এস্তাফিজুর রহমান, এড.মোহাম্মদ ফিরোজুল আলম ফিরোজ, এড.মোক্তার আহমদ, জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছৈয়দ আলম, এড. ঈমাম হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এড.মোহাম্মদ মনির উদ্দিন মনির, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এ.এইচ.এম শাহজাহান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এড.এস.ডি বাবু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এড.মিজানুর রহমান ভূট্টো, এড. রেজাউল করিম রেজা প্রমূখ। সভা সঞ্চালনা করেন সাবেক স্পেশাল পিপি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের যুগ্ম আহবায়ক এড.মোস্তাক আহমদ চৌধুরী।

সভায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত বিজ্ঞ আইনজীবীদের অবিলম্বে একটি স্বচছ ভোটার তালিকা প্রণয়ন করে ফোরামের জেলা সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য বক্তারা গুরুত্বারোপ করেন। সভায় বক্তরা জাতির এ ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জেলার সর্বস্তরের আইনজীবীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

 

 

 

 

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •