ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক) বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কউক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন কউক চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ।
সভায় প্রাথমিকভাবে ১২টি ইমারত নির্মাণের নকশা উপস্থাপন করা হয়।
উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ইমারত নির্মাণ বিধিমালা পর্যালোচনার্থে ১০টি অনুমোদন প্রদান করেন এবং ২টি নকশা সংশোধন সাপেক্ষে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত প্রদান করেন। ইতোপূর্বে বিগত ২৪ সেপ্টেম্বর কউকের ২য় বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।
সভায় কউক চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে বদ্ধপরিকর।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ইমারতের নকশা অনুমোদনসহ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাড় করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন কউকের সদস্য- প্রকৌশল লেঃ কর্ণেল মোহাম্মদ অনোয়ার-উল-ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি বিশ^জিৎ বড়ুয়া, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম এবং কউকের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিম।