প্রেসবিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদস্থ দারুস্সালাম একাডেমীতে কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধ করা হয়।

আজ (২৩ অক্টোবর) সোমবার দুপুর ২টার দিকে একাডেমীতে একাডেমীর প্রধান শিক্ষক হাফেজ নূরুল আলম ও একাডেমিক প্রধান সাংবাদিক হাফেজ তৈয়ব জালালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নূর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং ওয়ার্ডের এমইউপি আবু বকর ছিদ্দিক বান্ডি, সচিব আলতাজ উদ্দীন আহমদ, তথ্যপ্রযুক্তি উদ্যেক্তা ও সচির আবুল মনছুর আহমেদ, পরিচালনা কমিটির সভাপতি মোজাহের আহমদ, সদস্য শাহসালাম।

উপস্থিত ছিলেন- শিক্ষক মনির আহমদ, হাফেজ নূরুল হুদা, রিদুয়ান সিফাত, হাফেজ নাঈম, উম্মে সালমা, তাসলিমা আক্তারসহ প্রায় চাড়ে চার শতাধিক শিক্ষার্থী।

আলোচনা সভায় একাডেমিক প্রধান সাংবাদিক এইচ এম তৈয়ব জালাল বলেন, দারুস্সালাম একাডেমী প্রতিষ্ঠার পর থেকেই সরকারি ও বেসরকারি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে এই ল্যাবের যাত্রা শুরু করেন।

অনুষ্ঠান শেষে কম্পিউটার শিক্ষার্থীদের মাঝে ক্লাসের উদ্বোধন করেন- ইসলামাবাদ ইউনিয়নের ডিজিটাল উদ্যেক্তা ও তথ্যপ্রযুক্তি সচিব আবুল মনছুর আহমেদ।