মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও উত্তর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জুকে আটকের প্রতিবাদে তার অনুসারীরা রেল ও মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেট দিলে রবিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শনিবার রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে এলাকা থেকে মঞ্জু কে আটক করে পুলিশ।

রবিবার সকাল ৯টার দিকে সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেট দিলে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাউজান-রাঙামাটি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরমুখী সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার নাজিরহাটগামী ডেমু ট্রেনটি ছাড়ার কথা থাকলেও অবশেষে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও ষোলশহর স্টেশন থেকে যাত্রীদেরকে টিকেট দিয়েও শেষ পর্যন্ত ট্রেনটি ছাড়েনি। প্রায় ৪ ঘন্টা অবরোধের পর দুপুর ১টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, গতকাল রাতের জের ধরে আজকের এই অবরোধ করেছেন পরিবহন শ্রমিকেরা।