বার্তা পরিবেশক ॥

বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র পত্রিকা, সর্বোপরি মানববন্ধন কর্মসূচী এবং স্থানীয় সংসদ সদস্যের বরাবরে জনৈক শান্তা শর্মা কর্তৃক এডভোকেট বাপ্পী শর্মার বিষয়ে বিভিন্ন বিতর্কিত কার্যকলাপ সম্পর্কে নানাবিধ অভিযোগসহ বক্তব্য দেওয়া হচ্ছে। ইহার ফলে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ হিন্দু সম্প্রদায়ের ভাবমূর্তিও বহুলাংশে ক্ষুন্ন হচ্ছে। এই বিষয়টি নিষ্পত্তির জন্য এডভোকেট বাপ্পী শর্মাকে বার বার বলা সত্বেও তিনি এখনো পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি না করায় এইরূপ অবস্থায় বিগত ১৪ অক্টোরব অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন পরিষদের প্রেসিডিয়াম সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভার আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী বিতর্কীত কর্মকান্ডের কারণে, সংগঠনের নীতি ও নিয়ম পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় সর্বোপরি জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের মান মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে নির্দেশ প্রাপ্ত হইয়া এডভোকেট বাপ্পী শর্মাকে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের পদ হইতে অব্যাহতি দেওয়া হয়েছে বলে রবিবার জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।