সংবাদ বিজ্ঞপ্তি :

৪১ বছরের কোলাহলে কক্সবাজার সরকারি বিদ্যালয়ের স্বাধীনতা ব্যাচ-৭১ (এসএসসি) পুনর্মিলনী অনুষ্ঠান  ২১ অক্টোবর সকাল ১১টার সময় স্থানীয় হোটেল লাইভ ফিস এর মিলনায়তনে সংগঠনের আহবায়ক মোঃ শফিকুল হক এর সভাপতিত্বে,বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান শফিকুর রহমান এর সঞ্জালনায় ও সিরাজুল হক এর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে বন্ধু অনুষ্ঠানের সুচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদরুল আলম। সূচনায় লিখিত প্রাসঙ্গিক ভুমিকা পাঠ করেন মোস্তাক আহমদ। সভায় ইতোপূর্বে যারা সতীর্থ ইন্তেকাল করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব ও দোয়া করা হয়। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, প্রকৌশলী ফিরোজ আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোক্তার আহমদ, প্রফেসর নাজিম উদ্দিন মিলন মেলায় উপস্থিত থেকে কৈশর জীবনের বণার্ঢ্য জীবনের স্মৃতিচরণ করেন। তারা বলেন স্বাধীনতা ব্যাচ’৭১ কে সামাজিক সংগঠন হিসাবে রূপদান করে এর প্রতিফলন সমাজে প্রতিষ্ঠান করার জন্য আহবান জানান। সভায় সংগঠনের ভীত মজবুত করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মাষ্টার, মনছুর আহমদ সহ-সভাপতি, মোহাম্মদ হোছাইন মাষ্টার সহ-সভাপতি, অছিয়র রহমান সাধারণ সম্পাদক, মোস্তাক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, শফিকুল রহমান সাংগঠনিক সম্পাদক, সিরাজুল হক অর্থ সম্পাদক, সেলিম উল্লাহ কুতুবী প্রচার ও দপ্তর সম্পাদক, সদস্য যথাক্রমে-প্রকৌশলী ফিরোজ আহমদ, প্রফেসর ড. মোক্তার আহমদ, মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ সিকদার। সভাসদ মন্ডলী আগামীতে সামাজিক কর্মকান্ডে স্বাধীনতা ব্যাচ’৭১ এর মাধ্যমে সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন-প্রকৌশলী ফিরোজ আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোক্তার আহমদ, প্রফেসর নাজিম উদ্দিন, শিক্ষা অফিসার মোঃ জাকের উল্লাহ, অছিউর রহমান, মোঃ শফিকুর রহমান, মনছুর আহমদ, মোস্তাক আহমদ, মোঃ হোসেন মাষ্টার, সিরাজুল হক (নিশিতা), মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ছলিম উল্লাহ সিকদার, ছলিম উল্লাহ চৌধুরী, নুরুল ইসলাম, ওবাইদুল হালিম, গোলাম কাদের, জসিম উদ্দিন প্রমুখ। সভা শেষে মধ্যহ্নভোজে অংশ গ্রহণ করেন।