হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে গত ৩ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নৌ-পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। তাছাড়া বিভিন্ন জরুরী কাজে টেকনাফে এসে দ্বীপে ফিরতে না পেরে আটকা পড়েছেন ২ শতাধিক দ্বীপের বাসিন্দা।

সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ শনিবার ২১ অক্টোবর সন্ধ্যায় উক্ত তথ্য নিশ্চিত করে বলেন ‘সাগর উত্তাল এবং স্থানীয় সতর্ক সংকেত ও দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে গত ৩ দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উভয় দিক থেকে ট্রলার চলাচল বন্দ থাকায় নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করতে না পেরে সাময়িক খাদ্য সংকট দেখা দিয়েছে। পর্যটন মৌসুম শুরু হলেও পর্যটকবাহী জাহাজ চলাচল এখনও শুরু হয়নি। কাঠের ট্রলারে করে কোন পর্যটক সেন্টমার্টিনদ্বীপে যাননি। তাছাড়া একই কারণে ২ শতাধিক দ্বীপের বাসিন্দা বিভিন্ন জরুরী কাজে টেকনাফে এসে দ্বীপে ফিরতে না পেরে আটকা পড়েছেন। আটকে পড়া দ্বীপের বাসিন্দাগণ টেকনাফের বিভিন্ন হোটেলে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছেন’।