প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক লায়ন মো. মুজিবুর রহমান বলেন, জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র বাড়াতে হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে গবেষণার ক্ষেত্র বাড়ানো ও জার্নাল প্রকাশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের প্রধানদের নিয়ে অনুষ্টিত সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উচ্চ শিক্ষার অন্যতম অনুষঙ্গ গবেষণা। গবেষণার মাধ্যমে সৃষ্টি হয় নতুন জ্ঞান, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠণে অবদান রাখে। সভায় বিশ^বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রতি বছর গবেষক শিক্ষকদের বিশে^র বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় বিশ^বিদ্যালয় একটি জার্নাল প্রকাশের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে একটি সম্পাদনা পরিষদ ও গঠণ করা হয়। সভায় বিশ^বিদ্যলয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক জার্নাল প্রকাশের উদ্যোগ গ্রহণের জন্য সম্পাদক পরিষদের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি জার্নাল প্রকাশ কমিটিকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ^াস প্রদান করেন। সভায় সকল অনুষদের প্রধান ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ে রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম সাইফুর রহমান।