ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজারে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পেকুয়া পূর্ব উজানটিয়া সরকারি প্রাথিমক বিদ্যালয় তারা মহেশখালীর শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রথম বারের মত জেলা চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকরে। একই সাথে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রামু ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই খেলায় ১-০ গোলে রানার আপ হয় পেকুয়া সবুজপাড়া আশরাফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল বিকাল ৩ টা থেকে কক্সবাজার স্টেডিয়ামে এসব খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এ সময় তিনি বলেন ছোট বেলা থেকে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে পারলে সুস্থ সবল জাতী গঠন করার পাশাপাশি একটি ক্রীড়া মনস্ক জাতী গঠন করা সম্ভব। একই সাথে ছোট বেলার এই খেলাধুলাকে ধারন করে অনেকে পরবর্তিতে অনেক বড় জায়গা তৈরি করতে পারে। আমাদের এই অস্থির সমাজে খেলাধুলার বিকল্প নেই। তাই বর্তমান সরকার সেটা অনুধাবন করে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল খেলার আয়োজন করেছে। কক্সবাজারের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইকরাম উল্লাহ চৌধুরী। এ সময় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসার সহ প্রধান শিক্ষরা উপস্থিত ছিলেন।