মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা ও ডুলাহাজারা ইউনিয়ন শাখার উদ্যোগে লিপলেট প্রদান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চকরিয়া উপজেলা চত্বর থেকে চিরিংগা পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত নিসচা’র উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়েছে। এতে আগামী ২২ অক্টোবর দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে প্রচারণা ও জনসচেতনতার লক্ষ্যে বিভিন্ন দিক আলোকপাত করা হয়। নিসচা চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদের নেতৃত্বে অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন ট্টাপিক সার্জেন্ট মোহাম্মদ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি ও নিসচা’র সিঃ সহসভাপতি আব্দুল মজিদ। এছাড়াও সার্বিক দায়িত্ত পালন করেন ‘চকরিয়া নিসচা’র সাধারণ সম্পাদক কাইছার হামিদ, কার্যকরি সদস্য তৌহিদুল ইসলাম, হুমায়ুন রশিদ, মিজানুর রহমান, ডুলহাজারা ইউনিয়ন শাখার আহবায়ক এম গিয়াস উদ্দিন গাজি, সাংবাদিক জুনাইদ উদ্দিন, চকরিয়া কলেজ শাখার মুবিনুল ইসলাম সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় চালক, যাত্রী, পথচারীদের দুর্ঘটনা এড়াতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চকরিয়া মহাসড়কের পথসভায় ব্যপক প্রচারণা চালানো হয়।