প্রেস বিজ্ঞপ্তি:

পালামেন্টারিয়ান ককাস্ অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান ইসরাফিল আলম এমপি বলেছেন-বর্তমানে অভিবাসন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মানবিক অধিকার। আন্তর্জাতিক শ্রমবাজারে শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশ এক অপার সম্ভাবনাময় ও অন্যতম জনশক্তি প্রেরণকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু বর্তমান সময়ে কিছু দালালচক্র বিভিন্ন দেশে কাজের লোভ দেখিয়ে মানব পাচারে জড়িত রয়েছে। যার ফলে সর্বশান্ত হচ্ছে এখানকার অনেক সহজ-সরল যুবক আর নি:স্ব হচ্ছে তাদের পরিবার। তাই এই মানবপাচার প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বৃহস্পতিবার সকালে শহরের এক তারকা হোটেলে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে নিরাপদ, সু-শৃংখল, নিয়মিত একং অভিবাসীদের অধিকার রক্ষা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, পালামেন্টারিয়ান ককাস্ অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট-এর সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি ও সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম। আলোচনা করেন ওয়ারব্রীর চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, সেক্রেটারী মোঃ ফারুক আহমদ, পরিচালক জেসিয়া খাতুন, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান, বৃটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের প্রজেক্ট কডিনেটর সালেহা খাতুন।