নুরুল আমিন হেলালী:

কক্সবাজার সদরে ঈদগাঁও বাস ষ্টেশনে মালবাহি ট্রাকের ধাক্কায় টমটমের ১ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তি জাগির পাড়া এলাকার টমটম মিস্ত্রি কামাল বলে যানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী মালবাহী ট্রাক ঈদগাঁও গরুবাজারস্থ এলাকায় অপর দিক থেকে আসা টমটম কে পেছন দিক দিয়ে স্বজোরে ধাক্কা দিলে টমটমটি দুমড়ে মুড়চে যায়। এই সময় টমটমে থাকা কামাল মিস্ত্রী গুরুতর আহত হয়। তাৎক্ষনিক কয়েক প্রত্যক্ষদর্শী আহত কামালকে ঈদগাঁও পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যান। জনতা তাৎক্ষনিক ট্রাকটি জব্দ করে করিম এন্ড ব্রাদাস পেট্রাল পাম্পে রেখে দিয়ে পুলিশকে খবর দেয়। চিকিৎসাধীন মিস্ত্রি কামালের সাথে থাকা এক আত্মীয় জানান এই রির্পোট লেখা পর্যন্ত কামালের অবস্থা আশংকা জনক। অপর দিকে ঈদগাঁও বাস ষ্টেশনে নতুন ব্রিজ এলাকায় সি.এন.জি ট্রেক্সীর ধাক্কায় এক মটর সাইকেল আরহি শিক্ষক আহত হন । প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাযায়, ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন এর সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম বাড়ী থেকে মটর সাইকেলযোগে বিদ্যালয়ে আসার পথে বাস ষ্টেশনের নতুন ব্রিজ এলাকায় একটি সিএনজি মটর সাইকেলর পিছনে স্ব-জোরে ধাক্কা দেই। এতে মটর সাইকেলের সামনের চাকা খোলে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহত শিক্ষক নুরুল ইসলাম পার্শ্ববর্তী ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। তবে আহত নুরুল ইসলামের আঘাতটি গুরুতর নয় বলে জানান চিকিৎস। অন্যদিকে ঈদগাঁও বাস ষ্টেশনে কোন ট্রাপিক সিস্টেম না থাকায় প্রতিনিয়ত যামজট লেগে থাকে এবং গঠছে দূর্ঘটনা। এছাড়া এক সাপ্তহ আগে ঈদগাঁও খোদাইবাড়ী এলাকায় বাসের ধাক্কায় টমটমের ৩ যাত্রী নিহত হয়েছিল। মহাসড়কের টমটমসহ ৩ চাকার গাড়ী চালানো নিষিদ্ধ থাকার স্বত্বেও প্রশাসনের নির্লিপ্ততায় অদক্ষ ও অল্প বয়সী চালকরা হরদম মহাসড়কে যাত্রী নিয়ে টমটম চালাচ্ছে ফলে ঘঠছে প্রাণহানির মত দূর্ঘটনা। অন্যদিকে ঈদগাঁও বাস ষ্টেশনে রাস্তার উপর হিল লাইন, সী-লাইন, ঈদগাঁও লাইন সহ কয়েকটি দূর পাল্লার বাসের অবৈধ কাউন্টার বাড়ছে যানজট ঘঠছে দূর্ঘটনা। এমতাবস্থায় এই সকল অবৈধ কাউন্টার উচ্ছেদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছে ঈদগাঁও বাসী।