শাহেদ মিজান, সিবিএন:
র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সেলিম (২২) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার দিনগত রাত দেড়টার দিকে সদরের খুরুস্কুল বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিম কক্সবাজার বিমানবন্দর গেইটের মগচিতা পাড়ার মো. ইউসুফের পুত্র। সে নতুন ফিশারি পাড়ার (২৩ আগস্ট সংঘটিত ঘটনা) চাঞ্চল্যকর ৩ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন এ তথ্য জানান।

মেজর রুহুল আমিন জানান, একদল ডাকাত খুরুস্কুল বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতির নিচ্ছিলো। এই খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেজর রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও ১ টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব। নিহত সেলিম (২২) চাঞ্চল্যকর ৩ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ছিলো।